নক্ষত্রের ক্ষত

সুপ্তকাল কেটে গেলে আবার শুনাব ধাঁধা
গুপ্তখালে এসে দেখি চিনি না কিছুই
ঠিকানার খুঁজে খুঁজে নিজেই অজানা
অথচ মাটির ঘরে আমিও ছিলাম

খড়ের গাদায় শোয়া তারারাত চেনা
এত বেশি নিশি ডাক আগে তো শুনিনি!
কেউ কেউ মুখ চেয়ে দ্রুত ফিরে যায়
কথা বলে ইশারায় কুয়াশা জড়ায়

হারানো পথের ধারে দাঁড়াতেই ভয়
জোর করে যদি নেয় অনিন্দ্য অতীত
পথ যদি রোধ করে বানায় শ্মশান
তাহলে নিজের কথা কারে জমা দিই?

হারানো বিজ্ঞপ্তি পড়ি নক্ষত্রের ক্ষতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন