সূর্যচক্রের নাগরদোলায় সহস্র পাকে দোলেছি, ভুলেছি কতবার ঘুরেছি, জন্ম থেকে চোখে দেখা বিভ্রান্ত বিকাল পর্যন্ত কত কথা মনেই থাকে না, কত স্মৃতির পরিণতি যতিচিহ্নহীন। তবুও কখনো কখনো অজান্তে বজ্রের মতো ঝিলিক মারে ক্ষুরধার ক্ষণ, নদীবুকে চর জাগার মতো কিছু কথা। কিছুটা দাঁড়ায়- তোলপাড় বাধায় আবার মিলায় চলমান পথে।
কত সূর্যাস্ত সমুদ্রে হারায় ঢেউয়ের গর্জনে- যেখানে জমে বিগত কালের গান, কলতান, বয়ে নেয়া অপূর্ণ বাসনা...
তবুও ধরে রাখে মন শিশিরের মায়া সারা রাত জেগে জেগে ধানশিষে বুক পেতে রোদের আশায়।
কত সূর্যাস্ত সমুদ্রে হারায় ঢেউয়ের গর্জনে- যেখানে জমে বিগত কালের গান, কলতান, বয়ে নেয়া অপূর্ণ বাসনা...
তবুও ধরে রাখে মন শিশিরের মায়া সারা রাত জেগে জেগে ধানশিষে বুক পেতে রোদের আশায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন