জন্মান্তরের মায়া

থাকে শুধু শাদা দেহ জড়ানো রঙিন
সবকিছু ঠিক আছে যেখানে ঠিকানা
জিজ্ঞাসিব জনে জনে বিদীর্ণ বেদনা
পাঠ করা চোখ-মুখ গোপনে সঙিন।

দুচোখে সাকিন লেখা অবুঝ বানানে
চারিদিকে খোলা মাঠ অসীম সীমানা
চলে মন অনুক্ষণ যত দূর চেনা
মনোবীণা  প্রিয় সুরে বাজায় পরানে।

সাগরে অশান্ত ঢেউ জোয়ারের টানে
যা কিছু নিজের কাছে লুকাব যতনে
জারুল-ছায়াতে কেউ জানায় আকুতি
সিঁথি রেখা আঁকাবাঁকা টানে চোরাস্মৃতি।

যা দেখার চেয়ে দেখো সমাপ্তির কায়া
দ্বিতীয় জীবন সে তো জন্মান্তরের মায়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন