দিগন্তরেখা বরাবর খুঁজি শান্তির আবাস। মেঘ দেখি- বালুচরের মতো ভাঁজ করা মেঘ, একটু দূরে সমুদ্রের ঢেউ, পর্বতের ছায়ারূপ দেখি, বুকের শাদা উপত্যকা পেরিয়ে পর্বতমালার সংসার, আরও একটু দূরে একঝাঁক পরিযায়ী পাখি চক্রাকারে-বক্রাকারে ঘুরেফিরে সলাপরামর্শ করছে কোথায় বানাবে বসতি এই শীতে? হাওর হারিয়েছে দেহ, গুমাইবিলে বারুদ-ধোঁয়ায় চোখ জ্বলে, অকালে ঝরে গেছে শীতের পাতার মতো বুকের পালক...
সাত সমুদ্র তেরো নদী সাতাশ দেশ পেরিয়ে এত দূর উড়ে এসে দেখি পুরোনো সাকিন আমূল অচিন... নদীতে জল নেই, ঝরনার কলকল নেই, বৃক্ষের ফুল-পাতা কিচ্ছু নেই... আছে শুধু মরা ঘাসঘেঁষা পোড়া কাঠ মন...
সাত সমুদ্র তেরো নদী সাতাশ দেশ পেরিয়ে এত দূর উড়ে এসে দেখি পুরোনো সাকিন আমূল অচিন... নদীতে জল নেই, ঝরনার কলকল নেই, বৃক্ষের ফুল-পাতা কিচ্ছু নেই... আছে শুধু মরা ঘাসঘেঁষা পোড়া কাঠ মন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন