বহতা রক্তের ধারা মাটির শরীরে
খুঁজে নিয়ো চিনে নিয়ো শেষের মোহনা
ঘরে ফেরা স্মৃতি টান ভালো লাগা ভিড়ে
মিলে যেয়ো মিশে যেয়ো একান্ত নমুনা
টোটেম সাজতে গিয়ে শিকার হয়েছি
ভেজা মাটি গায়ে লাগা আদিম কৃষক
পাথরে জীবন ঘষে আগুনে পুড়েছি
প্যাপিরাসে এক... দশ শতাব্দী গ্রাহক
পৃথিবীতে জল বেশি দেহকোষে জল
চাঁদ চিনে নদী জলে ভাটা ও জোয়ার
মনের সীমানা মাপি অনন্ত অতল
অচেনা অদেখা পথ খুঁজি বারবার
নতুন তদন্ত চলে জীবাশ্ম গণিত
পড়ে আছে চিরায়ত নিঃশব্দ ধরন
বীজের তরঙ্গ ঢেউ গুগল আকাশে
আমিও আঁতুড়ঘরে খুঁজি বিশ্বায়ন
খুঁজে নিয়ো চিনে নিয়ো শেষের মোহনা
ঘরে ফেরা স্মৃতি টান ভালো লাগা ভিড়ে
মিলে যেয়ো মিশে যেয়ো একান্ত নমুনা
টোটেম সাজতে গিয়ে শিকার হয়েছি
ভেজা মাটি গায়ে লাগা আদিম কৃষক
পাথরে জীবন ঘষে আগুনে পুড়েছি
প্যাপিরাসে এক... দশ শতাব্দী গ্রাহক
পৃথিবীতে জল বেশি দেহকোষে জল
চাঁদ চিনে নদী জলে ভাটা ও জোয়ার
মনের সীমানা মাপি অনন্ত অতল
অচেনা অদেখা পথ খুঁজি বারবার
নতুন তদন্ত চলে জীবাশ্ম গণিত
পড়ে আছে চিরায়ত নিঃশব্দ ধরন
বীজের তরঙ্গ ঢেউ গুগল আকাশে
আমিও আঁতুড়ঘরে খুঁজি বিশ্বায়ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন