পাললিক ভ্রুণ হয়ে ভূগর্ভে ছিলাম
পলি বালু গায়ে মেখে সম্পর্ক কুড়াই
তুষার তরঙ্গে কাঁপি
ভাসি জোছনা জালে
জ্বালামুখে হিম হয়ে পাথরপ্রতিমা।
কক্ষপথে ঘুরে ঘুরে অক্ষ হারিয়েছি
ধুলোপথে ছায়া খুঁজি
কালান্তরে ধারাপাত অযুত কাহিনি
পরাজয়ে বেলা বাড়ে
ঘাত-অভিঘাতে...
রাতের প্রহর শেষে লোহিত লগন
অচেনা পথের টানে বিচলিত মন।
পলি বালু গায়ে মেখে সম্পর্ক কুড়াই
তুষার তরঙ্গে কাঁপি
ভাসি জোছনা জালে
জ্বালামুখে হিম হয়ে পাথরপ্রতিমা।
কক্ষপথে ঘুরে ঘুরে অক্ষ হারিয়েছি
ধুলোপথে ছায়া খুঁজি
কালান্তরে ধারাপাত অযুত কাহিনি
পরাজয়ে বেলা বাড়ে
ঘাত-অভিঘাতে...
রাতের প্রহর শেষে লোহিত লগন
অচেনা পথের টানে বিচলিত মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন