জন্মের প্রথম প্রহর

বহু চোখ ঘিরে রাখে
উঠে আসে বারংবার বংশের হিসাব, ঘিরে থাকে

চারিদিকে কলরব
কর্নিয়ায় শুধু খোঁজে সমরূপী অবয়ব

ফিরে আসে ছেলেবেলা
একা হাঁটি পুরো ঘর, ভরা ঘর, হাসি আর খেলা

ভরা বুকে বোবা টান
অগোছালো নিশিদিন, নবপ্রাণ

তবুও মাঝে ভ্রুণঝড়
জরায়ুর চোরাজ্বরে উড়ো খড়

মায়াপাঠ আছে জানা
জতুগৃহে হার নেই, জিত নেই
             ভিড় করে যুগপৎ হাসি আর কান্না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন