ক
সারিন্দা বাজায় সাধু ইছামতি মুখে
অনুনাদী প্রতিশব্দ উজানের বুকে
গভীর আঁধারে ডিঙা সাগরের কিনারা হারায়
উত্তুঙ্গ তরঙ্গ ডাক নাবিকের পরান ডরায়
অর্ফিউস বেশে সাধু সাগরে ভেলুয়া ডাকে
সম্মুখে নীলাভ জল মায়াবী শঙ্খের বাঁকে
সারিন্দার কাঁপা বোল সমতটে না পেলে ঠিকানা
আমিরের দৃঢ় মন ঘরে আর ফিরে তো যাবে না
বারোমাসী ভেসে যায় দরিয়ার বুকে
শিঙা-ভেরি ফুঁকে কারা আমিরের দুঃখে?
কূলে আর উপকূলে আমিরের ঘর
চরাচরে হাহাকার বিলাপ আসর...
খ
শাপলা বন্দরে নুনজলে পা ভেজানোর জন্য যেখানে নামবেন ওইটাই ভেলুয়াশ্মশান- বলে দাঁড়ে জোরে টান দিল গৌরল ধর। গাঙের কৈতর উড়াল দিয়া এক তীর থেকে অন্য চরে যায় বায়ুর উজানে, আমাদের বুকের সারিন্দা বাজে ঢেউয়ের তালে তালে আর সাগরের কাঁপা জলে আমিরের বিলাপ। বেবাম সাগরে শূন্যভূমি- শুধু জল আর জলের পাঁজরে জমা গভীর নিঃশ্বাস। শঙ্কা জাগে চর জাগে জাগে ভয় পাব কি না আমির মোকাম যেখানে সঁপেছি মন অনন্য আশায়...
বিরহবেদনা মাঝে পার্থিব সাধনা
সুখের লাগিয়া আজ করি আরাধনা
জোয়ারের জলে জাগে আমিরের গান
সারিন্দার কাঁপা বোল ভেলুয়াপুরাণ।
সারিন্দা বাজায় সাধু ইছামতি মুখে
অনুনাদী প্রতিশব্দ উজানের বুকে
গভীর আঁধারে ডিঙা সাগরের কিনারা হারায়
উত্তুঙ্গ তরঙ্গ ডাক নাবিকের পরান ডরায়
অর্ফিউস বেশে সাধু সাগরে ভেলুয়া ডাকে
সম্মুখে নীলাভ জল মায়াবী শঙ্খের বাঁকে
সারিন্দার কাঁপা বোল সমতটে না পেলে ঠিকানা
আমিরের দৃঢ় মন ঘরে আর ফিরে তো যাবে না
বারোমাসী ভেসে যায় দরিয়ার বুকে
শিঙা-ভেরি ফুঁকে কারা আমিরের দুঃখে?
কূলে আর উপকূলে আমিরের ঘর
চরাচরে হাহাকার বিলাপ আসর...
খ
শাপলা বন্দরে নুনজলে পা ভেজানোর জন্য যেখানে নামবেন ওইটাই ভেলুয়াশ্মশান- বলে দাঁড়ে জোরে টান দিল গৌরল ধর। গাঙের কৈতর উড়াল দিয়া এক তীর থেকে অন্য চরে যায় বায়ুর উজানে, আমাদের বুকের সারিন্দা বাজে ঢেউয়ের তালে তালে আর সাগরের কাঁপা জলে আমিরের বিলাপ। বেবাম সাগরে শূন্যভূমি- শুধু জল আর জলের পাঁজরে জমা গভীর নিঃশ্বাস। শঙ্কা জাগে চর জাগে জাগে ভয় পাব কি না আমির মোকাম যেখানে সঁপেছি মন অনন্য আশায়...
বিরহবেদনা মাঝে পার্থিব সাধনা
সুখের লাগিয়া আজ করি আরাধনা
জোয়ারের জলে জাগে আমিরের গান
সারিন্দার কাঁপা বোল ভেলুয়াপুরাণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন