অশোকের শিলালিপি

খোলা বুকে যুগান্তরের জমাট পাথর ক্ষয়ে ক্ষয়ে অবশিষ্ট কথা জমা রাখে প্রজন্ম প্রহরে। পথ ভুলে যে পথিক দাঁড়াবে এখানে, হারাবে সে অলস বেদনা; কুড়াবে ঝরা শিউলি- মালা গাঁথবে জন্ম-জন্মান্তরের উপাত্ত উপাদান। গিরিপথ ধরে আঁকা রেখা দিগন্তের বুক বরাবর কাহিনি বহন করে অশোকের মনোবাসনা। শ্যাওলা জন্মানো শরীরে পূর্ণিমা রাতের গান, তারামণ্ডলের জোনাকি উঠোনে হাজারি গল্পের আসর চলতেই থাকে শ্রাবস্তীর নগরে-নগরে। আমরা যারা অনাগরিক- মানে, না-গৃহী না-সন্ন্যাসী, যারা এ কুলেও নেই ওই কুলেও নেই, যারা কালে কালে কালমিতি মানি না কিংবা বুঝি না তারা হাজির হয়েছি সবুজের মাঠ পেরিয়ে গায়ে নুন ঘাম নিয়ে মুক্তির আশায় না বন্দীর বাঁধনে, জানি না!

রুক্ষ পাথরে দুঃখ নিবৃত্তির পাণ্ডুলিপি জনে জনে যে বার্তা বলে, তা কেউ বুঝে, কেউ বুঝে না। কালক্রমে কিছু শব্দ মুছেও যায়, যেমন মন থেকে উবে যায় কাছে-দূরের বহু ঘটনার পাঠ। জলপ্লাবনে নড়ি না, অগ্নিদাহে জ্বলি না, উৎকীর্ণ শব্দরাশি বুকে চেপে বলে যায় জগতের সকল প্রাণী সুখী হোক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন