শীত ও আগুন

পাতাকুড়ানির পাতা পোড়ানোর তাপে
সূর্যমুখী হাসি
মাটি কাঁপা দীর্ঘতর শীতে
রক্তজল পড়ে টুপটাপ শিশিরের বুকে...

আঁকশি রাতে
শীতনিদ্রা মাগে মন কুয়াশা কামড়ে
অবশ চোয়ালজুড়ে কুণ্ডলিত ধোঁয়া
যেহেতু আগুন জ্বলে না নিজে...

শীত ও আগুন;
অন্তর্গত অঙ্গীকার যুঝি!
তাপ চাই আরো বেশি আলুনি আগুনে
কুড়ানো পাতার দেহে...

পাতা পুড়ে ধোঁয়া ওড়ে চোখজুড়ে আশা
পোড়া দাগ আরো বাড়ে এলাহি ভরসা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন