স্রোতের নকশা

বিচ্ছিন্ন সময় নিয়ে খেলা করি সকাল-সন্ধ্যা। আনমনে স্পর্শ করি ঝরা পাতা, ছিন্ন মেঘ আর একত্র করি সমগ্র বেদনার দেনা-পাওনা। সবটুকু ভালোবাসা বুকের বারান্দায় সমবেত করতে করতে ঘূর্ণিস্রোত আর অতিচেনা পথ হারাই ধোঁয়াশে ধুলোয়...

সাজাই, গোছাই আর হারাই
পুনরায় প্রস্তুতি নিই গোলার্ধের খেলাঘরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন