করোটির কাঠি

কেন্দ্রে থাকে স্বপ্নবিন্দু; আঁধারের জুনি
বসতি বারান্দাজুড়ে শস্যের পাহাড়
রৌদ্র পাহারায় থাকে গৃহস্থ উঠোন
চাষের কাহিনি রাতে বীজ বুনে যায়...

ঘুমঘুম আঁধার আসে গল্পের ধারায়
কিছু তো বোঝেনি আগে চেতনায় যতি
কখনো সমস্ত ক্লান্তি একত্রে ঝিমোয়
ঘড়ির কাঁটায় নড়ে করোটির কাঠি...

পরিধির সীমাতারে আটকায় অতীত
ভরা থাকে মাটিঘরে ভাটিয়ালি গীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন