ক্ষণস্থায়ী বন্দোবস্ত

হাঁটতে হাঁটতে পথরেখা এঁকেবেঁকে যায়
বারান্দায় ঝুলে থাকে আঁধার ঝালর
উদভ্রান্ত মনের দিশা গাঙচিল উড়াল
ঝিরোয় নিজস্ব গৃহে ধোঁয়াশে কুয়াশা

কিছুটা সঞ্চয় ছিল বসতি ভিটায়
ভাগ করে খণ্ড খণ্ড আল দিয়ে ঘেরা
আপন কুঠুরি ঘরে দীর্ঘ বসবাস
আলো আসে অসময়ে ফেরার সময়

পৌষের বাড়ন্ত রাতে পূর্ণিমা জোয়ার
সুর তোলা পুঁথি পাঠে অতীত উজান
নিজেরে হাজির করে ঘটমান কালে
মিলায় ঘটনা শুধু ঢুলুঢুলু চোখ

ক্ষণস্থায়ী আয়োজনে এলোমেলো রেখা
যেতে যেতে পথে পথে হয়ে যাই একা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন