হাতের রেখায় আর কত শুভযোগ
মিথুন রাশির পোষ্য ধনুর্বাণে কাঁদে
জালকের ফাঁক বুঝে উঁকি মারে গ্রহ
নির্বাণের অপেক্ষায় সপ্তর্ষিমণ্ডল...
কর্কটকালের ছবি শুকতারার চেনা
বিষম বেলার শ্বাসে অখণ্ড আঁধার
হাতের পাতায় ঘষে ললাট মেপেছি
কপালের নোনা ঘাম মুছেছি জামায়
হাতের গিঁটের দাগ সময়ের ঘাট!
সোজা পথে বাঁকা পথে সাঁকো পারাপার
মাঝে মাঝে কিছু পথ কাদামাখা যতি
ভেবে ভেবে রেখা টানি চোখের সীমায়
নক্ষত্র সাধনা করে হাতের রেখায়...
ধারাপাতে ধারামতে বেলা বয়ে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন