আসামলতার ফাঁকে ধনেশ পাখিটা বলে গেল যোজন যোজন পথ পাড়ি দিলে অভিযোজনের আয়োজন শুরু হয়। ধ্যানী বৃক্ষমালা জানে কত জোছনার গল্প অমাবস্যা আঁধারে হারায় আবার বিরতিতে গতি পায় অন্ধকারের গান ভোরের সুরে...
কত গেছে এই পথে কালে কালে, অকালে অনাগত কালে স্মৃতির জালে সীমাহীন পরিসর। কেউ গোনে যায়, কেউ শুনে যায়, কেউ ভুলে যায় আর কেউ পথ থেকে পথে ক্ষণ ফেরি করে গোলার্ধের ধুলোয়...
জলের জরায়ু চায় মেঘের জোয়ার, পরিযায়ী পাখিরা চায় অনুযায়ী আবাস আর আমি খুঁজি শূন্যতার ভরা চাঁদে পূর্ণিমা প্রহরের গল্প...
কত গেছে এই পথে কালে কালে, অকালে অনাগত কালে স্মৃতির জালে সীমাহীন পরিসর। কেউ গোনে যায়, কেউ শুনে যায়, কেউ ভুলে যায় আর কেউ পথ থেকে পথে ক্ষণ ফেরি করে গোলার্ধের ধুলোয়...
জলের জরায়ু চায় মেঘের জোয়ার, পরিযায়ী পাখিরা চায় অনুযায়ী আবাস আর আমি খুঁজি শূন্যতার ভরা চাঁদে পূর্ণিমা প্রহরের গল্প...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন