পাথর কুড়াতে গিয়ে নিথর শরীর
থরে থরে আয়োজন বুঝে না কিছুই
চিহ্নহীন অন্ধকারে সন্ধানী পথিক
পাঁজরের ভাঁজগুলো বড়ই গভীর
স্রোতোধারা হেঁটে যায় বায়ুমুখী পথে
আমিও ভেসেছি সঙ্গে যত দূর যাই
নুড়ি পথে মরীচিকা অজানা ঠিকানা
পকেটে আধুলি নিয়ে চলি কোনোমতে
সবুজের রেখাটান হলুদে হারায়
চোখে দেখা চলমান নিশানা নাড়ায়
মুমূর্ষুর হাসিটুকু মুহূর্তের ছবি
গেঁথে রয় চিরকাল কম্পমান সবই
তবুও ফিরে যেতে চাই পাথর নড়ে না
নতুন বসতি গড়ি মন তো সরে না...
থরে থরে আয়োজন বুঝে না কিছুই
চিহ্নহীন অন্ধকারে সন্ধানী পথিক
পাঁজরের ভাঁজগুলো বড়ই গভীর
স্রোতোধারা হেঁটে যায় বায়ুমুখী পথে
আমিও ভেসেছি সঙ্গে যত দূর যাই
নুড়ি পথে মরীচিকা অজানা ঠিকানা
পকেটে আধুলি নিয়ে চলি কোনোমতে
সবুজের রেখাটান হলুদে হারায়
চোখে দেখা চলমান নিশানা নাড়ায়
মুমূর্ষুর হাসিটুকু মুহূর্তের ছবি
গেঁথে রয় চিরকাল কম্পমান সবই
তবুও ফিরে যেতে চাই পাথর নড়ে না
নতুন বসতি গড়ি মন তো সরে না...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন