জলসাঘর

জলসাঘরে চোখের জল আর নীরব সাগরের গল্প জমে জমে কাহিনিপুরাণ। তবলার কাঁপা বোল ঢোলকের মাপা ডাক বাঁশিতে ঢেউয়ের তরঙ্গ বাতাসে। পদকম্পে ভেঙে যায় কাচে গড়া সুনীল আকাশ। কামনার জ্বরে যতজন পুড়েছে তাদের অবশেষ নিয়ে যায় নবীন পথিক দু’চোখের কোনায়...

হওলাবিলাপ ভাসে বহতা মেঘের স্রোতে সহসাথি শুকতারা স্বাতীতারা- সাগরের জলতরঙ্গ ঢালু বুকে বারবার দাগ দিয়ে যায়- কত জলে দুপাড় ধরে না বুকের ভূতল! যাত্রাপালা রাত জাগে আলোমতি প্রেমকুমার- ঝাঁকানো শীতের রাতে বাঁকানো শরীরে জাগে নির্ঘুম রাতের গান...

চতুর্ভুজে চোখ বুজে গত করে গতর গোপন।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন