ঘোড়দৌড়

ঘোড়দৌড় মেলা ঘুরে ঘুরে রঙিন চশমা কিনে চোখে পরে হাঁটি- রঙের দুনিয়া! সবই রঙিন যা কিছু ছিল শাদা-কালো চারিধারে; অথচ চোখের সামনে যখন একটা কাচের দেয়াল তখনই ব্যবধান। সাবধানে হাঁটি রঙের মেলায়- তবুও অবেলায় দিনে দিনে বাড়ে ছায়া ততটুকু প্রলম্বিত হয় যতটা অজানা। মাতামুহুরীর চরে ঘরে ঘরে কলরব- নাইয়রির ভিড়- এসেছে মিলন মেলায় খোলা নায়ে চড়ে বাপের ঘরে। যৌবনের বেলা কাটে ঘোড়ার খুরের শব্দে; জেগে ওঠে- লাফ দেয়- লাগামে মানে না মন বৈশাখের দমকা ঝড়ে...

ঘোড়া দৌড়ে... পথের আবেগে...

তার পরও ফিরে আসে ঘরে। আমরা যারা ঘরছাড়া-পথহারা- যারা পথ জানি না; ঘরের দরোজায় দাঁড়িয়ে থাকি- মনের দরোজা আর খোলা নেই, একে একে বেলা বাড়ে... জোয়ার যায় ভাটার টানে... চর বাড়ে ঘর নাই

ঘোড়া দৌড়ে... ঘরের মায়ায়...

আমি আর ঘোড়া একসঙ্গে আছি পথে আছি দৌড়ে বাঁচি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন