সেলাই করা প্রচ্ছদ

অন্ধকারের সীমান্ত কত দূর তা জানে স্বল্পায়ু জোনাকি। এক প্রান্ত থেকে বুক বরাবর যেতে...যেতে...যেতে গভীর আবেগ যেখানে তরঙ্গ তোলে- মাইলফলক সেখানে; দূরত্বের মাপজোক।

পথ কত বাকি, যেতে কতক্ষণ, কারা কারা নির্জনে দাঁড়িয়ে সূর্য মাপে- চন্দ্র মাপে আর মাপে কত দূর গেলে দেখা পাবে লক্ষিত লগন...
গাছের আড়ালে শান্ত ছায়া মাড়িয়ে বাঁক ফেরা পথে ফিরে চায় পিছে; সময়ের মাপ।

পাথরের শিলা সাক্ষ্য দেয় শতাব্দীর কথা, শত কথা জমা আছে জ্বালা নিয়ে ভালোভাবে জামার ভেতর। কিছুটা জোনাকি জানে বাকিটা মাটির চাপে অজানা পাথর...

পাথরে সেলাই করে স্মরণের ক্ষণ
ইথারে সাঁতার কাটে পরিযায়ী মন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন