দুঃখের দ্বিতীয় দিন

ক্ষতচিহ্ন গতি পায় নীরবে গোপনে
গতকাল জমা কথা ফেরায় সম্মুখে
এতটুকু অবহেলা সহে না; বাড়ায় পরিধি
দূরের তারারা জানে কতটুকু সীমা!

ছায়া আর ছবি মিলে আলো ছায়া স্মৃতি
সবই তো পাঁজরে বাঁধা আমাদের গান
কুহু ডাক ঘুঘু ডাক সুর লাগা কানে
ক্রম মেনে চোখে ভাসে ছায়াছবি যেন

গুটানো শামুক হয়ে লুকায় আবাসে
কখনো দুপুর রাতে আনমনা পথিক
পিচ্ছিল পথের ধারে আঁচড়ের দাগ
রটায় রাতের কথা রহস্য খবর!

সব কথা জেনে নিই সবার প্রথমে
দুঃখের দ্বিতীয় দিনে আলোচনা কমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন