কথার ব্যথা

না-বলা কথারা জমে সূর্যাস্ত আভায়
পাহাড় বানায়; ভারী হলে ভর করে বুকের ওপর
ভাবার্থ মিলায়। যারা বুঝে তারা খোঁজ করে রোজ
মেঘখ- আড়াল করে রোদসহ হাজির হয় প্রকাশ্য বাজারে...

এভাবে পাহাড় হয়, এভাবে সমুদ্র
এভাবে অজানা কথা গভীর অতল
এভাবে মেলার মাঠে বাঁশির বেহাগ
আবেশী প্রত্যয় জাগে চৌরাস্তার মোড়ে...

অখণ্ড অনেক কথা খসে যায় তারার মতন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন