বিন্দুর চন্দ্রে আমি এক চন্দ্রবিন্দু

নীরবে চোখের জল মুছি কিন্তু কত জল আর বাধা মানে? সমুদ্রের ঢেউ ঝাপটায় বুকের কিনারে- নোনা ঝাউ বিলাপ করে- স্মৃতিতে ভাসাই সাম্পান সুদূরের পানে, গতকাল যে মন সমুদ্রের আকুলতা নিয়ে ঢেউ হতো গা-ঘেঁষা আকাশে- সাতরঙা মায়ায় কল্পনার ফানুস উড়াত; আর চলমান গতিধারা গোনে গোনে পা বাড়াত অন্ধকার আহ্বানে- তাতেই ছায়ারা প্রলম্বিত...। যারা মন বোঝে না, চোখের বর্ণালি রেখা চিনে না, তাদের বার বার বলে যেতে হয়- ভালোবাসি। গোলাপের বুকে জাগে বিষণ্নতা, অন্তরের ডাক অর্থহীন শুধু খোলসের ঋতুবাক। সেতারে যে তান পড়ে তা হৃদযন্ত্রের পাটাতনে ময়ূরের পেখম...। অপেক্ষায় যারে পেতে চাই- পাব তো?

চক্রেই আছি...বিন্দুর চন্দ্রে আমি এক চন্দ্রবিন্দু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন