জনৈক অভিজ্ঞ হেডমাস্টার

কেন বাধা দিবে? কোনো বাঁধনই তো নেই যেতে পারব না দিগন্ত বরাবর। যা দেখছ বা যা ভাবছ সবই লোক দেখানো মন্ত্রণা বা আরাধনা। সাধনা নেই, অনুরাগ নেই, কামনা বলা যাবে কি? নিজেও বুঝি না কি তবে অনুরত মহাটান? দিগদর্শন যন্ত্রে চোখ দিই- দিগভ্রান্ত পথিক, একি! কোন দিকে যাব? চোখের আড়ালে কাঁটা নড়ে আর নড়বড়ে যন্ত্র পাঠ করে রেখাচিত্র চতুর্দিক...

কেউ বাধা দেয় আর কেউ বাঁধনে জড়ায়, কোনটা সঠিক বা কোনটা বেঠিক তা শুধু জানে মঙ্গলের আদি বাসিন্দা জনৈক অভিজ্ঞ হেডমাস্টার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন