বংশগতি-পরম্পরায় জলের অতল থেকে বালির গভীরে যাই, নিশিরাতে প্রহরের গোপন ভাঁজে ঢুকে থাকি। আণুবীক্ষণিক চোখ ঘোরাই, সুযোগ বুঝে আবার যাত্রা... জরায়ুতে দেহের ছায়া নিয়ে সোনাদিয়াকে এফোঁড়-ওফোঁড় করে সারাক্ষণ খুঁজি সামান্য গোপন বসতি।
খ্যাপা কুকুরের বিরতিহীন ডাক অনুনাদ তোলে জেগে থাকা প্যারাবনে, সমস্ত দুশ্চিন্তা নিয়ে রাতটা নিরাপদে কাটানোর জন্য মনে মনে মন্ত্র জপ করি তবুও অমাবস্যা কাটে না, রাত বদলের আগেই হাত বদল হয়ে যাই...
শাদা ভোর আর এল না!
সমবেত পাতাজালে কচ্ছপও হেরে যায় সোনাদিয়া বালুচরে...
খ্যাপা কুকুরের বিরতিহীন ডাক অনুনাদ তোলে জেগে থাকা প্যারাবনে, সমস্ত দুশ্চিন্তা নিয়ে রাতটা নিরাপদে কাটানোর জন্য মনে মনে মন্ত্র জপ করি তবুও অমাবস্যা কাটে না, রাত বদলের আগেই হাত বদল হয়ে যাই...
শাদা ভোর আর এল না!
সমবেত পাতাজালে কচ্ছপও হেরে যায় সোনাদিয়া বালুচরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন