আদিনাথ কাব্য

নিশিকালে নেশা ধরে পুনঃপুন পরান টানে মৈনাক পাহাড়। জলস্রোতে মায়ামৃগ জীবনপাড়ে হামাগুড়ি দিতে দিতে থমকে দাঁড়ায়, আবার মিশে জনস্রোতে দশের দশায়। জোনাক কাঁদে প্যারাবনে বুকের বরজ ঢেউয়ে কাঁপে আদিনাথে। বয়ার কাঁপন জীবনযাপন নোনাজলে অশ্রু ঢালি বানের ভাষায়। গানের কোকিল দুকূল ভাসায় সুরের বীণায় তারায় তারায়। হতে পারে পথে দেখা প্রাণে প্রাণে উল্কি আঁকা পরানসখা জনম জনম। কথায় কথায় রাতের পাতায় ভাঙাগড়া পাতাঝরা স্মৃতির ভাসান। জারুলতলায় বকুল মালায় পাঁজর বদল চোখ ছলছল শাদা বালি কাদাজলে। কত জীবন কতভাবে রতির ব্রতে গতি হারায় এলোমেলো অন্ধকারে...

মধুরাতে হাত পাতে ঘোর লাগা ভরা চাঁদ
                  জানামতে ভোরপ্রাতে চোখজুড়ে অবসাদ
ফেনা তোলা অভিঘাতে ঢেউ চিনে বাতিঘর
                  দিবানিশি জাল ঠেলে মন্ত্র জপে অতঃপর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন