বন্ধু, কত পথ গেলে কতটা হারালে আঁধারে-আলোতে ছায়াময় প্রাতে দূর থেকে ভেসে আসা হরি নামে জবা ফোটে, হাঁটু দিয়ে জল মাপি ডুব দিয়ে মুছে যাই অবিরাম আদিকাম বিগত রাতের
এই জল টলমল বুকে টানে অবিরল
এত জল জমা নিলে ভরে যাবে নভোতল...
অগোচরে অভিযান শত স্মৃতি জায়মান বুকে ধীরে বহমান নবধারা জলে... মন খুলে ঢেউ তুলি খুঁজে দেখি পাই কি না হারানো হদিস, ডুবে যাই উড়ে যাই ফিরে ফিরে কাছে যাই তবুও অধরা
এই যে নীরবকাল যতনে লুকাই
ভাষাহীন ভাসা মন প্রযত্নে পাঠাই...
এই জল টলমল বুকে টানে অবিরল
এত জল জমা নিলে ভরে যাবে নভোতল...
অগোচরে অভিযান শত স্মৃতি জায়মান বুকে ধীরে বহমান নবধারা জলে... মন খুলে ঢেউ তুলি খুঁজে দেখি পাই কি না হারানো হদিস, ডুবে যাই উড়ে যাই ফিরে ফিরে কাছে যাই তবুও অধরা
এই যে নীরবকাল যতনে লুকাই
ভাষাহীন ভাসা মন প্রযত্নে পাঠাই...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন