এটাও একটা পুরোনো কাসুন্দি, যারা আমাকে জানে কিংবা যাদের স্মৃতিভ্রম এখনো হয়নি তারা সকলেই বলবে- এত দিনে আবার অচল শব্দের জোড়াতালি কেন দিলে? আমিও চেয়েছি মনে-প্রাণে ভেসে আসা জীবনের কথামালা কত দিনে ফিকে হয় ধুলোবালি জমে জমে, কেউ যদি বলে জারুল দুপুর ছোটা মেঘ আর টাটকা রোদের কথা তোমার কবিতার বাকলে এত জড়াও কেন? অথচ দেখো- আমাকে তাড়ায় রঙধনুবুক আকাশ অতল সোনাদিয়া বালুচর- যেখানে পরিরা ঘুমায় মাঘী পূর্ণিমার মায়ায় বয়ার কাঁপনে... সুখস্মৃতি জানে ওই প্যারাবন, স্মৃতিবানে স্রোতের মতো তীরের পানে শুধুই টানে কালের জমিন- অতল গহিন চোরাবালি পলি গায়ে পায় না হদিস...
অমাবস্যা আঁধারে অবগাহন করেছি সকলে মিলে, অথচ এত গাঢ় ও গভীর আগে কখনো ভাবিনি, মনে পড়ে আজ শুধু ভুল করি সারাক্ষণ কোন চাঁদে কৃষ্ণপক্ষ আর কোন ফাঁদে তারা ঝরে...
কেবল শুধু ছোবল মারে গত কথা একতানে
অন্তঃপুরে স্মৃতি ঘুরে শব্দ ভিড়ে দূর পানে
ব্যক্ত কথা ব্যাকুল থাকে কাছে মিলায় কথা সব
এত কথা নীরবতা মনের গজল বিনা রব
অমাবস্যা আঁধারে অবগাহন করেছি সকলে মিলে, অথচ এত গাঢ় ও গভীর আগে কখনো ভাবিনি, মনে পড়ে আজ শুধু ভুল করি সারাক্ষণ কোন চাঁদে কৃষ্ণপক্ষ আর কোন ফাঁদে তারা ঝরে...
কেবল শুধু ছোবল মারে গত কথা একতানে
অন্তঃপুরে স্মৃতি ঘুরে শব্দ ভিড়ে দূর পানে
ব্যক্ত কথা ব্যাকুল থাকে কাছে মিলায় কথা সব
এত কথা নীরবতা মনের গজল বিনা রব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন