হিসাবে মিলাই; আকাঙ্ক্ষা ও প্রাপ্তি। গাণিতিক মনে জাগতিক বেদনা জেগে ওঠে, চোখে ভাসে উপদ্রুত দিনরাত। আমার কেন্দ্রবিন্দুতে ঘুরি, যদি কেন্দ্রচ্যুত হই, যদি শূন্যচারী হই, যদি আমিহীন মহাকর্ষ টান থাকে তবে সম্ভাব্যতা নিয়ে নীরব আয়োজন। আমি নেই, সঘন কুয়াশা হাঁটে সারিবদ্ধ অক্ষপথে, যাবতীয় ঢেউ তোলে গৃহস্থ উঠোন ও সাপ্তাহিক হাটে, দেখা হবে বলে গেল সবে, কথা ছিল যৌথ জীবনের দায় নিয়ে দিশেহারা হবে না শৈত্যপ্রবাহে, কত কথা রেখে গেল পথে-ঘাটে-বিলে-ঝিলে-বালুচর-উপত্যকা ও দেশান্তরি পাখির পালকে- তার মানে মরমি পিপাসায় মায়ার তরঙ্গ ঢেউ জড়াবে আর ছড়াবে কিন্তু ছেড়ে যাবে না...
মৃত্যুর কথা মনে এলে সংকুচিত হতে হতে চন্দ্রবিন্দু হয়ে যাই। আর জানি চন্দ্রবিন্দু নিজে কিছু প্রকাশ করতে পারে না শুধু চন্দ্রের মতো জোছনায় অবগাহন ছাড়া...
নির্বাণের পথে নেমে মরুতৃষ্ণা নিয়ে নিয়তির পরিণতি খুঁজি মায়াসভ্যতার এই কম্পমান শেষ দিনে...
মৃত্যুর কথা মনে এলে সংকুচিত হতে হতে চন্দ্রবিন্দু হয়ে যাই। আর জানি চন্দ্রবিন্দু নিজে কিছু প্রকাশ করতে পারে না শুধু চন্দ্রের মতো জোছনায় অবগাহন ছাড়া...
নির্বাণের পথে নেমে মরুতৃষ্ণা নিয়ে নিয়তির পরিণতি খুঁজি মায়াসভ্যতার এই কম্পমান শেষ দিনে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন