পুড়ে যাক ছাই হোক ছুড়ে ফেলো নিশুতি নিয়তি হালদার ঘোলাজলে। পাড়ে পাড়ে দাঁড়ানো অমরা আর জলে ভাসা টোপাপানা টুপ করে ডুব দেয় জালের ভেতর, পোয়াতি শরীর খোঁজে শীতল গাহন নুনহীন জলের অতলে- করতলে জানবাজি বানের জোয়ার। এত দূর বুকে হেঁটে ছুটে ছুটে সন্ধ্যা-প্রাতে তোমাতে বসত গড়ি জীবনমায়ায়। সবকিছু আয়োজন জেনে যাবে জনে জনে অমানিশা ঘোরে মেঘের আড়ালে। জাগিয়া স্বপনে ভাবে কতটুকু দেবে আর কতটুকু নেবে হালদার জালে...
তোমারি লাগিয়া বাছা এসেছি এখানে তব জীবনের তরে, যদি কভু হেরে যাই পাড়ে খুঁজে দেখে নিয়ো শিমুলের লালে লালে জনমের খতিয়ান।
তোমারি লাগিয়া বাছা এসেছি এখানে তব জীবনের তরে, যদি কভু হেরে যাই পাড়ে খুঁজে দেখে নিয়ো শিমুলের লালে লালে জনমের খতিয়ান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন