ভাঙন

ঘন কুয়াশা ভোরে নিঃসঙ্গতা জেগে ওঠে, বাষ্পচাপে চোখে রঙহীন ঝাপসা আবরণ, প্রতিধ্বনি ওঠে, যোগী ও মনোযোগী তালগাছও পৃথিবীর নিঃসঙ্গ কুয়াশায়...

একান্নবর্তী বেদনাগুলো আত্মীয়তার সূত্রে সরে না দূরে, অলিখিত মহাকর্ষের মহা টানে আমিমুখী এবং ক্রমশ আমি আমরা হতে হতে তোমরা তোমাদের ভুবনপুরের গোলাকার মাঠে কানামাছি ভোঁ ভোঁ... বেদনার কুয়াশা...

সূর্যের গোপন বার্তা কী তা শুধু জানে শিশির, একমুখী চাহনিতে মনের মানুষেরাই বুঝে অনুভূতি-আকুতি।

দীর্ঘতর সূর্যরশ্মি তির্যকভাবে মাটিতে শুইয়ে দীপ্যমান করে ব্যথা-যন্ত্রণার কানা-ঘুপচি যেখানে শব্দের পর শব্দ দিয়ে সাজানো আছে আদি রাত্রির ঘন ও গভীর শীতের কুয়াশা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন