আণবিক পেন্ডুলামে আয়ু চলে, মায়া নেই, চোখের জল নেই, নেই ঝাউদরিয়ার গান যেখানে ভবঘুরে গাঙচিল নিশানা বানায় শাদা ঠিকানায়।
ভালো থেকো বলে যারা গঞ্জের বাজারে আনাগোনা করত, যারা কালের কুশলাদি নিয়ে হাটবারে হাজির হতো, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজতে হারানো বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে মন থেকে অন্তর্জালে...
গাণিতিক পথ জানার পরও সার্চইঞ্জিনে ঠিকানা নেই আপনজনের আদিবাস- যেখানে মায়া-মমতা লতাপাতা হয়ে নজরে জমায় নবান্নের সকাল।
আণবিক পেন্ডুলাম দোলে... মন ঝাপটায় চোখের জলে, চেয়ে থাকি চেনা পথে- কেউ যদি ফিরে চায় পথের শেষে...
ভালো থেকো বলে যারা গঞ্জের বাজারে আনাগোনা করত, যারা কালের কুশলাদি নিয়ে হাটবারে হাজির হতো, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজতে হারানো বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে মন থেকে অন্তর্জালে...
গাণিতিক পথ জানার পরও সার্চইঞ্জিনে ঠিকানা নেই আপনজনের আদিবাস- যেখানে মায়া-মমতা লতাপাতা হয়ে নজরে জমায় নবান্নের সকাল।
আণবিক পেন্ডুলাম দোলে... মন ঝাপটায় চোখের জলে, চেয়ে থাকি চেনা পথে- কেউ যদি ফিরে চায় পথের শেষে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন